- এসো কান ধরি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ মে, ২০১৬, ০৫:৩২:০৫ বিকাল
কান ধরেছি আমি
ধরতে পারো তুমিও
শিক্ষক যখন কান ধরে
মুচকি না হাসিও।
পরিমলদের মন
সুযোগ পেলে উড়ু
ছাত্রীর মুখে পর্দা পেলে
পড়ায়না আর বুড়ো।
গেছেরে ভাই দেশটা
পঁচে গলে শেষ
ঠুনকো সব অজুহাতে
হিংসে আর বিদ্বেষ।
কানটা ধরুক সবাই
নয়তো কেউ একা
রাজনীতির মারপ্যাচে
খাচ্ছি যারা ছেকা।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন