- ধরা দাও

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ মে, ২০১৬, ১২:১৯:২৮ দুপুর

তোমার জন্য টানটা আমার বাড়ছে দিনেদিনে

কেমন যেন লাগছে ফাঁকা সঙ্গী তুমি বিনে।

মন বসেনা কাজে, চিন্তা আজে বাজে

কি'যে সব কান্ড করি নিজেই মরি লাজে।

ভাললাগেনা খেতে, স্বাদ পাইনা মুখে

চিনচিন এক অনুভূতি হৃদয়জুড়ে বুকে।

দিন কাটেনা মোটে, রাত্রি জাগি একা

কি'যে টান টানছো তুমি নাইতো সীমারেখা।

তোমায় ছাড়া বলো, যায়কি থাকা বাঁচা?

বল পাইনা কোন মতে যেন বদ্ধ খাচা।

তুমি ছাড়া প্রিয় মূল্য যে নাই মোটে

তাইতো সবাই হন্য হয়ে তোমার পিছু ছোটে।

আমিও সেই দলে চাইছি তোমায় খুব

বাহুডোরে এসো আর থেকনা চুপ।

তুমি ছাড়া জীবন শূন্য এবং ফাঁকা

কতো প্রিয়া আসবে যাবে থাকলে তুমি টাকা।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File