- আকাশ কুসুম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মে, ২০১৬, ০৬:৩২:৫২ সন্ধ্যা
বিমানের পাখনায় যদি গুজে থাকা যায়
কতো ভালো হতো
ভিসা নেই ভাড়া নেই সিট খোঁজার তাড়া নেই
ঝামেলা যতো।
বসে থেকে নিশ্চুপ ট্রানজিটে ইউরোপ
সুযোগটা বুঝে
টুক করে নেমে গিয়ে মালগাড়ীর পাশ দিয়ে
কে আর খোঁজে।
ঘুরে ঘুরে দেখতাম কতো ছবি আঁকতাম
সাদা সাদা ম্যাম
কোন এক সকালে চোখে চোখ তাঁকালে
হয়ে যাবে প্রেম।
তারপর কি আর গোছানো সংসার
যাবে জীবন হেসে
সময়টা ধরা দিলে আমি আর সে মিলে
ঘুরে যাবো দেশে।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন