- ঘুম আসেনা ঘুম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মে, ২০১৬, ০২:৩০:২১ দুপুর
ঘুম আসেনা ঘুম
ভাল্লাগেনা রাত্রি জাগা
কুসুম কুসুম ওম।
যাচ্ছে পুড়ে পায়ের পাতা
ঠান্ডা গরম খাচ্ছে মাথা
এপাশ ফিরি ওপাশ ফিরি
হচ্ছি একা খুন।
ঘুম আসেনা ঘুম।।
দেহ মনের মিল না হলে
সোনার জীবন যায় বিফলে
একলা একা রাত্রি জেগে
ধরে মনে ঘুন।
ঘুম আসেনা ঘুম।।
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
0 + 0 + 1 রাতে ঘুমানোর ঘন্টা খানেক আগে খাবেন - ১৫ দিন
মন্তব্য করতে লগইন করুন