- কোন সে দেশে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মে, ২০১৬, ১১:২০:২৬ সকাল

গাছে গাছে ফুলে ফুলে

পাখী গায় মন খুলে

টলমল নদীর জলে

পাল তুলে নৌকা চলে

জানো নাকি কোন সে দেশে ছয় ঋতু বারো মাসে

জানি সেতো আমার দেশে ষড়ঋতুর বাংলাদেশে।

মাঠে মাঠে ধানের শীষে

স্বপ্ন শত আছে মিশে

নবান্নের পিঠার ঘ্রাণে

পুলকিত মনে প্রাণে

জানো নাকি কোন সে দেশে ঝাঁকে ঝাঁকে পাখী আসে

জানি সেতো বাংলাদেশে শীতের পাখী বেড়ায় হাসে।

পাহাড় আছে নদী আছে

পুকুর ঝিলে ভরা মাছে

সাগরের ঢেউয়ের তালে

জেলে মাছ ধরে জালে

জানো নাকি কোন সে দেশে জলোচ্ছাসে বান ভাসে

জানি সেতো বাংলাদেশে সংগ্রামে ক্লান্তী না আসে।

খোদার দানে মুঠো ভরে

সব দিয়েছে উজাড় করে

গ্যাস কয়লা বন পাহাড়ে

শকুনিদের দৃষ্টি কাড়ে

জানো নাকি কোন সে দেশে বর্গী লুটে বন্ধু বেসে

জানি সেতো বাংলাদেশে আমাদেরই বাংলাদেশে।

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369005
১৪ মে ২০১৬ দুপুর ০৩:৩৫
কুয়েত থেকে লিখেছেন : জানি সেতো আমার দেশে ষড়ঋতুর বাংলাদেশে। ভালো লাগলো ধন্যবাদ
১৪ মে ২০১৬ বিকাল ০৫:৩৫
306292
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck
369056
১৪ মে ২০১৬ রাত ১০:২৩
হতভাগা লিখেছেন : জামায়াত-শিবিরের পোলাপানেরা লাইনে আসতেছে - দেখতে+ভাবতে ভালই লাগতেছে ।
১৫ মে ২০১৬ রাত ০২:১৫
306330
বাকপ্রবাস লিখেছেন : আসকারা পাইলে মাথায় উঠবো, মাইরের উপর রাখলে ভালো থাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File