- এনালগ সংসার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মে, ২০১৬, ০২:১৭:২০ দুপুর
এতো কাজ করি তবু
শ্বাশুড়ির চোখ নাই
এটা করো ওটা করো
জুটে মাছের লেজটাই।
অমুকের ছেলের বউ
সাথে এলো দশপদ
ঘরে রাখার জায়গা নেই
সেটাই নাকি বিপদ।
টাইগারবাম ডলি তবু
কোমরের ব্যথাটা
বলি কতো টিপে দাও
শুনেনা সে কথাটা।
দূরছাই মরে যাই
মাঝে মাঝে মনে হয়
শ্বাশুড়ি আড়াল হলে
বর এসে সরি কয়।
এভাবেই চলছে
ত্রিমুখী সংসার
কাজের বুয়া আছে তবু
বউটাও দরকার।
-মডেল : উমামা এবং উমায়রা
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাকে যদি বউঝি
পান্তাভাতে ঢেলে দিবে
বেশি করে সবজি।
খেয়ে বলবে বউ আমার
এই না বাপের বেটি।
মন্তব্য করতে লগইন করুন