- নির্ভয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ মে, ২০১৬, ০২:০০:০১ দুপুর
কেউ যায় আগে আর
কেউ যায় পরে
কেউ ভাবে যাবেনা
উঠে নড়েচড়ে।
কেউ বলে ভাবিনা
যা হবার হবে
কেউ আর থাকেনা
যেতে হবে সবে।
যাবেনা সাথে কেউ
যেতে হবে একা
অনন্ত জীবন এক
নেই সীমারেখা।
ভয় নেই একা ভেবে
রাখো মনোবল
মনে রেখো সাথে যাবে
নিজ কর্মফল।
বিষয়: বিবিধ
৭২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন