- ক্ষমা করো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ মে, ২০১৬, ১১:২৩:২০ সকাল
খুনের বদলা নেবনা প্রিয়
তোমার রেখে যাওয়া স্বপ্নাদর্শটাই মেখে নিলাম চোখে
তাতেই খুন হয়ে যাবে খুনিরা।
তুমি দেখে নিও ওপার থেকে কতো রক্তে টগবগে উত্তাল
লাশের উপর যারা নাচতে জানে তাদের ক্ষমা করো প্রিয়
মানুষ হলে মানুষের রক্তে হাসবে কেন? কুকুরও হাসেনা।
কান্না পায়নি বলে ভুল বুঝনা প্রিয়
আমিও স্বপ্ন দেখি তোমাকে জড়িয়ে একসাথে কেঁদে কেঁদে
মোনাজাতে ভিক্ষা চাইবো হে আল্লাহ ওরা মানুষ ছিল
কুকুর হয়ে গিয়েছিল ওদের ক্ষমা করে দাও।
বিষয়: বিবিধ
৭৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন