- রুদ্ধধিকার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ মে, ২০১৬, ০১:০৮:০৩ দুপুর

আমাদের গলিটা সরু

তোমাদের বাড়িটা বেশ

আমাদের খেতে নেই পুরু

তোমাদের বাংলাদেশ।

ধ্বংসযজ্ঞে উঠছো মেতে একে একে সব

খাচ্ছো গিলে নিয়মনীতি প্রথা আর উৎসব।

আমাদের কণ্ঠ রোধ

তোমারা তেড়ে গলায়

কথায় কথায় প্রতিশোধ

নীতির ফল্গুধরায়।

ভোটের ভাতের অধিকার আজ গুমরে গুমরে মরে

চ্যানেল পত্রিকায় উন্নয়নের জোয়ার উপচে উপচে পড়ে।

আমাদের হাজার ভুল

তোমাদের নাই ত্রুটি

আমরা ছিড়ি চুল

তোমরা নাড়ো গুটি।

কণ্ঠণালী টিপে ধর রোজ তায় প্রতিবাদহীন মাঠ

নির্বাক চোখের অশ্রু খোঁজে ইতিহাসের পূণপাঠ।

বিষয়: বিবিধ

৮৩২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368655
১০ মে ২০১৬ রাত ১১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মৃত্যুই এই দেশের ভাগ্য।
১১ মে ২০১৬ সকাল ১১:১১
306013
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ ভরসা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File