- তারার দেশে মায়ের খোঁজে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মে, ২০১৬, ০১:৪৭:৫৪ দুপুর

একটা আকাশ দিনে রাতে ভাবায় আমায় খুব যে

আমি যখন কথা বলি সে'যে থাকে চুপ যে।

দিনে দেখি সূর্য একা থাকে কিছু মেঘও

রাতের বেলা তারার মেলা বাড়ে মনো বেগও।

-

সবাই বলে মা হারালে যায়না তবু চলে

দূর আকাশে মিটি মিটি তারা হয়ে জ্বলে।

সন্ধ্যে হলে রোজ আকাশে হাজার তারার মেলায়

একটা তারা থেকে থেকে ডাকে যেন আমায়।

-

মা'যে আমায় গেল ছাড়ি ফেলে রেখে একা

কেমন ছিল মা জননী হয়নি কভূ দেখা।

ছোট্ট বেলায় সবাই যখন মায়ের ছবি আঁকে

বলল বাবা মা'যে আমার তারার দেশে থাকে।

................................................................................................

একটা আকাশ / দিনে রাতে / ভাবায় আমায় / খুব (৪+৪+৪+২)

আমি যখন / কথা বলি / সে'যে থাকে / চুপ।(৪+৪+৪+২)

দিনে দেখি / সূর্য একা / থাকে কিছু / মেঘ(৪+৪+৪+২)

রাতের বেলা / তারার মেলা / বাড়ে মনো/ বেগ।(৪+৪+৪+২)

-

সবাই বলে / মা হারালে / যায়না তবু / চলে(৪+৪+৪+২)

দূর আকাশে / মিটি মিটি / তারা হয়ে / জ্বলে।(৪+৪+৪+২)

সন্ধ্যে হলে / রোজ আকাশে / হাজার তারার / মেলায়(৪+৪+৪+২)

একটা তারা / থেকে থেকে / ডাকে যেন / আমায়। (৪+৪+৪+২)

-

মা'যে আমায় / গেল ছাড়ি / ফেলে রেখে / একা (৪+৪+৪+২)

কেমন ছিল / মা জননী / হয়নি কভূ / দেখা।(৪+৪+৪+২)

ছোট্ট বেলায় / সবাই যখন / মায়ের ছবি/ আঁকে (৪+৪+৪+২)

বলল বাবা/ মা'যে আমার/ তারার দেশে/ থাকে।(৪+৪+৪+২)

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368400
০৮ মে ২০১৬ বিকাল ০৪:৩৯
আফরা লিখেছেন : কবিতাটা অনেক সুন্দর হয়েছে ।
০৮ মে ২০১৬ বিকাল ০৫:৩৪
305750
বাকপ্রবাস লিখেছেন : স্বরবৃত্ত ছব্দে লিখার চেষ্টা
368408
০৮ মে ২০১৬ বিকাল ০৫:৩১
ধ্রুব নীল লিখেছেন : চমৎকার কবিতা। কথাগুলো সত্য নাকি? সত্য হলে খারাপ লাগবে।
০৮ মে ২০১৬ বিকাল ০৫:৩৪
305751
বাকপ্রবাস লিখেছেন : মা নেই সেটা সত্য, তবে কবিতার মতো নয়
368426
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগলো চালিয়ে যান সন্ধ্যে হলে রোজ আকাশে হাজার তারার মেলায় কবি সাহেব অনেক অনেক ধন্যবাদ
০৮ মে ২০১৬ রাত ০৮:৩৫
305790
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck ধন্যবাদ খুব করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File