- নিখোঁজ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মে, ২০১৬, ১২:৫৬:৩৩ দুপুর
ভেবিছিলাম আমি নাই আসলেই তাইতো
কোথায়যে গিয়েছিলাম আর দেখিনাইতো।
খুঁজে দেখ খুঁজে দেখ আছি হয়তো ওদিকে
সুধাংশু দেখনি? জিজ্ঞেস কর বউদিকে।
না না কোথাও নেই খুঁজে পাওয়া যাচ্ছেনা
কখনযে গিয়েছে ফিরেও আসছেনা।
টুম্পামনি হেসে বলে এইযে বাবা এইতো
হাতযে ধরে আছি হারাতে দিনাইতো।
বিষয়: বিবিধ
৮২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন