- ইতিহাসের অগ্রীম পাঠ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মে, ২০১৬, ১২:০৯:৩৪ রাত
তোমার জন্য দু'টো লাইন খরচ হবে ইতিহাসের, তবে ইতিহাস কৃপণ কিংবা দলান্ধ নয়।
প্রয়োজনে আরো দুুইটা লাইন খরচ করতে বিন্দুমাত্র দ্বিধা বা সংসয় নেই তার।
যে দু'টো লাইন সে খরচ করবে চাইলে সেটা দুই শব্দেই শেষ করে দিতে পারে, যদিও
এখনও দ্বিধায় আছে কোন শব্দটা তোমার জন্য যুৎসই। তোমান্ধরা যেসব উপাধী আর
কির্তন গাইতে গাইতে সাগর ভরিয়ে তুলছে, সেসবের যোগফল খুব সুখকর নয় ইতিহাসের পাতায়। ফ্যাসিবাদের জয়কীর্তন হয় অর্থ, অস্ত্র আর হুমকি ধমকির বিনিয়োগ। সাতচল্লিশ পাহাড় তোমাকে নুইয়ে স্বাগতম জানিয়েছিল অথচ কোন এক অলৈকিক ঐশ্বরিক ইচ্ছায় ধূলোয় মিশে গেছে সেই পাহাড়গুলো। যে পাহাড়গুলো ঝড় বন্যায় বুক পেতে রক্ষা করার শপথ নিয়েছিল মৃত্যুমুখে এক ফোঁটা পানি চেয়েছিল, এক মরু হতাশা নিয়ে অভিমান বুকে চেপে ইতিহাসকে স্বাক্ষী করে গেছে। যে রাতে শাপলা চত্বর লাল হয়েছিল স্বাক্ষী হতে চায়নি বিদ্যুতের খামগুলো। বিতরণ বন্ধ করে দিয়ে নির্বাক দাঁড়িয়েছিল তাই লাশের সংখ্যাটাও গণনা করা যায়নি সঠিকভাবে। দায়িত্বটাও ইতিহাস কাঁধে করে নেবে নিশ্চয়। কোন এক ইলোরা জামান তার ফেইসবুক টাইমলাইনে লিখেছেন তোমার কীর্তি এতটাই আভা ছড়িয়েছে যে, ভবিস্যতে কোন মাতাপিতা তার সন্তানের নাম রাখতে গিয়ে প্রথমেই ঝেড়ে দেবে তোমার নামটা। এতোটাই ভয়ংকর আর আতংক ছড়িয়েছে মানুষের হৃদয়ে। স্বয়ং ম্যাকিয়াভ্যালী নস্যি তোমার কাছে, শাসকের সব কীর্তি বৈধ তার কাছে তবে ক্ষমতাটা শাসকের কাছেই রেখেছেন। তোমাকে বিশ্লেষণ করে পলাশী ছাড়া কিছুই দেখিনা আর।রাত অনেক গভীর হলো, সকালটা ইতাহসের পাতায় হোক তার আগেই যতোটা পারো উড়াও ইস্যুর ফানুস।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন