- টুম্পামনি জ্বরে কাতর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মে, ২০১৬, ১০:১০:২২ রাত
টুম্পামনির জ্বর হয়েছে
কাটছে শুয়ে বসে
কাটতোযে দিন ঘর উঠোন
আর কাটেনা চষে।
-
খেতে মুখে স্বাদ লাগেনা
লাগে তীতা ভাব
আম লিচু ভাল্লাগেনা
ভাল্লাগেনা ডাব।
-
অষুধ খেলে ভালো হবে
খেতে হবে খাবার
তবেই তুমি সুস্থ হবে
খেলতে পাবে আবার।
-
রাত পোহালে টুম্পমনির
জ্বরটা যাবে সেরে
সবার সাথে হেসে খেলে
মনযে নেবে কেড়ে।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন