- আজ মিরু'র মন ভালো নেই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মে, ২০১৬, ০২:০৭:১৬ দুপুর
মিরু'র আজ মন খারাপ তায় কলেজ আসেনি। আমার মন ভালো তায় ফেইসবুক ওপেন করে তামাসা দেখছি। ফেইসবুক হলো দুনিয়ার শ্রেষ্ঠ তামাসার জায়গা। এম কোন কিসিম নেই এখানে নেই। সবকিসিমের শ্রেষ্ঠ কিসিম ফেইসবুক। মন ভালো করার খারপার করা সব উপকরণ এখানে হাতের নাগালে।
ইনবক্সে কিছু ঝুলে আছে একটা একটা ওপেন করে দেখলাম। ধন্যবাদ, আসসালামুআলাইকুম কেমন আছেন? মন ভালো নেই। এই তিনটা পাওয়া গেল। ধন্যবাদটা পেলাম কান সে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠিয়েছিল এবং সেটা একসেপ্ট করা হয়েছে তায়। মন ভালো নেই এটাতে একটু পরে আসছি এবং সালামটা পেলাম কিছুদিন আগে একসেপ্ট করা কোন এক আইডির। কুশল জানতে চাইল। হয়তো হাতে কাজ নেই একটু টাইমপাস করবে।
মিরু'র মন ভালো নেই। সেটাই এখন গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন ভাল নেই সটো বলা যাবেনা তবে ভালো করে দিতে হবে।
গল্প শুনবে?
হুম, বল..
( কি গল্প বলব, মাথায়তো কিছু আসছেনা, হঠাৎ মনে হল মাহমুদা রহমান আপা আছে চিন্তা কি! জাস্ট কপি পেষ্ট করলেই হবে।উনি যা লিখেন সব গল্প হয়ে যায়।)
-------------------------------------------------------------
Mahmuda Rahman
April 21 at 3:41pm ·
ক্লাস ওয়ানের দুই মেয়ে।একজন আরেকজনকে ভাবী ডাকে।ম্যাডাম বিস্মিত হয়ে জানতে চাইলেন, তুমি ওকে ভাবী বলো কেন?
ননদ মেয়েটি উত্তর দিল,আমার ভাইয়ের সাথে ওকে বিয়া দিমু।
তা তোমার ভাই কত বড়?
হাঁটা শিখছে!!
টু ডেজ লাইভ##
-----------------------------------------------------------------
দিয়েছি কপি পেষ্ট করে। মিরু'র ভালো লেগেছে।
আরো দাও
এই নাও
আরো আরো
নাও নাও
আপার ফেইসবুক আইডির লিংকটাই দিয়ে দিলাম। শুধু শুধু কপি পেষ্ট করার প্রয়োজন কি।
মিরু'র আর সাড়াশব্দ নেই। কি জানি ঘুমিয়ে পড়েছে নাকি সেই আইডিতে ডুবে গেছে।
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তা তোমার ভাই কত বড়?
হাঁটা শিখছে!!
টু ডেজ লাইভ##
ভারি মজা পেলাম
মন্তব্য করতে লগইন করুন