- মে দিবস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মে, ২০১৬, ১১:৩৪:৪৮ সকাল
মে দিবস আসলযে তায় শ্রমিকের গান গায়
জুন যখন আসবে তখন শ্রমিকের দাম নায়।
তারপর বৃষ্টি আর অনাবৃষ্টি আধপেটা ভাত
জোৎস্না দেখে দিন গুনা আসবে সুপ্রভাত।![]()
কতো দিবস আসে যায় মে দিবসও তায়
শ্রমিক কেবল শ্রমিকই তায় শ্রমের মূল্য নাই।
মধ্যস্বত্ব ফটকাবাজি বাজার কেবল তাদের
শ্রমিক কেবল ফসকাগেরো খুলতে থাকে ফাঁদের। ![]()
গণতন্ত্র সমাজতন্ত ধর্মমন্ত্র তন্ত্র মন্ত্রের খেলা
ধনীর কেবল বাড়ে ধন শ্রমিক ঠেলে ঠেলা।
ঠেলা গাড়ী ঠেলতে ঠেলতে ঘাম শুকিয়ে নোনা
মজুরীটা গুনতে গিয়ে মরা মাছের পোনা।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন