- অন্ত্যমিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ এপ্রিল, ২০১৬, ০৩:০৪:২৫ দুপুর
সুনীলদের কুকুরটা
মিশকালো লোম
দিনটা ঠিক মনে নেই
শনি কিংবা সোম।
যেই রাখি পা সিঁড়িতে
ঘেউ..
ভাগ্যিস সেই ম্যারাথন
দেখেনিতো কেউ।
না না না ছাড়বনা
বিধুর এই অপমান
লেজহীন কেমন দেখায়
দেখেই হবে অবসান।
মিরুদের ঘরে নেই
এমন কোন জন্তু
মিরু বলছিল বারবার
চা খেয়ে যাবেন কিন্তু।
যেই রাখি পা সিঁড়িতে
খট্টাস...
মিরু'র মা'র নাকি
এটাই অভ্যাস।
না না না ভুলছিনা আর
টলছিনা
মনের ব্যথা মনেই থাক
কাউকে আর বলছিনা।
ডাকে মিরু যাইনা তবু
যদিও ডরাইনা
মিরু'র চা চুলো ছেড়ে
কাপে আর গড়ায়না।
বি.দ্র. অনেক আগের লেখাটা একটু ঘষামাজা করা হল।
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ প্রিয় কবি।
মন্তব্য করতে লগইন করুন