- পরীক্ষা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ এপ্রিল, ২০১৬, ১২:৪৯:২৩ দুপুর
পরীক্ষাটা হয়ে গেলেই বাঁচি
চারপাশ দেখি শুধু খাচি।
সেখানে বদ্ধ আমি দরজায় তালা
পরীক্ষা মানেই বুকে বাড়ে জ্বালা।
-
গ্যাস্ট্রিক ছিল আগে এখন তা বেড়েছে
রাত জেগে পড়ি তায় ঘুমটাও কেড়েছে।
কবে যে ছাড়া পাবো হয়ে আছি রুদ্ধ
ঘুমের সাথে যোগ মনে রাখার যুদ্ধ।
-
কতো কি মনে পড়ে পরীক্ষার আগে
শেখা পড়া ভুলে যাই ছিড়ি চুল রাগে।
উদাসী মনটা হয়ে আছে ভার
ঘুমঘুম ভাবটা যাচ্ছেনা আর।
-
পরীক্ষাটা হয়ে গেলেই বাঁচি
তারপর সুখ সুখ আর নাচানাচি।
আমি আর ফেইসবুক আরো কাছাকাছি
সবাইকো বলে দেব কতো ভালো আছি।
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই আসে এই যায়
ধরিতাম গলাটিপি
ফেলে তার হাত পা।
দুঃখের কথা কেউ শুনেনা
আছি মহা জালায়
শুইলে কেণ ঘুম আসেনা
ডিউটিতে কাঁদায়।
হিসাব টা হয় যদি
গড়মিল ক্যাশে
চিন্তাকুলে থাকতে হয়
ভদ্রলোক বেশে।
মন্তব্য করতে লগইন করুন