- বনের রাজা শেয়াল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ এপ্রিল, ২০১৬, ০৭:৫৩:২৯ সন্ধ্যা
গরমে আর যায়কি টেকা
বাঘ মামা ঘামছিল
ভাগনে শেয়ালের বুদ্ধিতে
চামড়া খুলে ঘুম দিল।
-
তালপাতার পাখা নেড়ে
ভালুকটাও যাচ্ছিল
বাঘটাকে বন্ধু ভেবে
দুই গালে দুই চুম দিল।
-
কোন শালারে ঘুমিয়ে আছে
চেনা চেনা লাগছিল
বানর এসে লেজটা ধরে
হেচকা এক টান দিল।
-
গর্জে ওঠে বাঘ মামা
চামড়া কোথায় খুঁজছিল
বাঘের চামড়া কাঁধে ঝুলে
শেয়াল বনে ঘুরছিল।
-
একদিনের রাজা হবে
ভাগনের খুব শখ ছিল
ভুল হয়েছে মাফ করে দাও
থরথর কাঁপছিল।
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুকুর পাড়ে ঘুরছিল
এদিক সেদিক তাকিয়ে দেখে
দুষ্ট ছেলে ঝাপ দিলো।
বাকীটা ...
মন্তব্য করতে লগইন করুন