- অপেক্ষা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ এপ্রিল, ২০১৬, ০৬:১৬:৩২ সন্ধ্যা
একটা পাখী রোজ সকালে
শুনিয়ে যেত গান
আজকে পাখী আর এলোনা
অপেক্ষায় ছিলাম।
-
জানলার কাছে গাছের ডালে
পাতার ফাঁকে বসে
একলা একা সেই পাখীটা
গাইতো মধুর রসে।
-
আজ এলোনা কাল এলোনা
পরশু যদি আসে
জানলার কাছে মনটা আমার
আশংকাতে ভাসে।
-
তবে কি সে সঙ্গী পেল
গানের তবে ছুটি
অন্য কোথাও গাছের ডালে
করছে খুনসুটি!
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওপাখি তোর যন্ত্রণা
আর তো দেরি ...।
মন্তব্য করতে লগইন করুন