- লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ এপ্রিল, ২০১৬, ১১:৪২:১৭ সকাল
১.
কেমন করে কোথায়যে যায় সে, নাইতো তার ঠেংটা
বৃষ্টি পড়ে টাপুর টুপুর ঘেনর ঘেনর বেংটা
খোকা বাবুর ঘুম এলে
লুঙ্গি কোথায় যায় চলে
জেগে দেখে শুয়ে আছে আগাগোড়া লেংটা।
২.
শারমিন সুলতানা রুমি
সংখ্যায় একজনই
হৃদয় খান
যদি পান
সেরেলাক গুলে খান পেলে তক্ষুণি।
৩.
গাড়ি থেকে নেমে এলো বিলাতি ম্যাম
বৈয়ামে রাখা ছিল জেলি আর জেম
রাত পোহালে
সাত সকালে
আহা কি মাখামাখি পাউরুটির প্রেম।
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন