- হঠাৎ দেখা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ এপ্রিল, ২০১৬, ০৬:২৪:২৪ সন্ধ্যা
দালানের ফাঁকে ঘুঘুর ডাক
বলল আমায় হাঁটতে থাক।
হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি
কষল ব্র্যাক থামল গাড়ি।
জানলা খুলে ডাকছে আমায়
আমিতো আর আমার নাই।
-
বলল এসো লিফ্ট দেয়া যায়
বললাম এইতো এখানটায়।
নামতে চাইল গাড়ী থেকে
নিষেধ করলাম রৌদ্র দেখে।
চোখ ইশারায় বলল যায়
আমিতো আর আমার নাই।
-
বি.দ্র. আমার অপিষ থেকে বাসা পাঁচ মিনিটের হাঁটা পথ। ঘুঘুর ডাকছিল দালানের ফাঁকে। সেই পাঁচ মিনিটে আমার ভাবনাগুলোর ছন্দরূপ।
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন