- বিশ্বাসঘাতক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ এপ্রিল, ২০১৬, ০২:৪১:৫৪ দুপুর
হঠাৎ ঘুম থেকে জেগে দেখি বিছানায় সাপ
ফনা তুলে তাকিয়ে আছে আমার দিকে
ভয়ে জড়সড় আমি, রীতিমত ঘামছি
সাপটার অদ্ভূত আবদার
আলিঙ্গন করতে চায় আমার সাথে
অভয় দিল বিষটা সামলে রাখবে
ভয় আর কৌতুহল নিয়ে সেই প্রথম অনিদ্দেশ যাত্রা
রোজ রাত আসে সাপটা এখন, থেকে থেকে
আমি ভুলেই গেছি সে বিষ বহণ করে
রাত হলেই আমি জেগে উঠি আর
ওপাশ ফিরে ঘুমে তলিয়ে যায় আমার স্ত্রী।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হায়!কি করেন মিঞা?
জলদি এই পথ ছাড়েন
স্ত্রীকেই আগলে ধরেন।
***এখানে শাপ এর বানানটা ঠিক আছে কিনা একটু দেখবেন কি?
মন্তব্য করতে লগইন করুন