- শিক্ষা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ এপ্রিল, ২০১৬, ০৩:৩২:৫১ দুপুর



ছেলেপুলে হালুম বলে

খেলতে গিয়ে বাঘের খেলা

চোট লেগেছে হাতে পায়ে

ছুড়তে গিয়ে মাটির ডেলা।

রাগলো ভীষণ আসলো তেড়ে

বাপ চাচা ছেলের মা

তোমার ছেলে পাজি বজ্জাত

শাসন করতে পারো না?


কোমরে খিচে শাড়ির কাছা

জবাব ছুড়ে ও বাড়ি

নিজের ছেলে সামলে রাখো

আসে কেন এ বাড়ি।

চুলোচুলি হাতাহাতি

লাগল যখন দু'বাড়ি

ওদিক দেখো সেই ছেলেরাই

মগ্ন খেলায় ধুল ঝাড়ি।


বিষয়: বিবিধ

৮৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366286
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা, মজা পাইলাম ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৭
303864
বাকপ্রবাস লিখেছেন : বিখ্যাত এক হিন্দি সাহিত্যিক এর গল্প অবলম্বনে, সম্ববত উনার নাম মুন্সী প্রেম চাঁদ, অনেক আগে একটা বাংলা অনুদিত গল্প পড়েছিলাম, সেটা দিয়ে ছড়া করা হল।
366329
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছেলের মা টা কে???
366330
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছেলের মা টা কে???
366361
২০ এপ্রিল ২০১৬ রাত ১২:৫৪
আফরা লিখেছেন : বাচ্চাদের ঝগড়া নিয়ে মায়ে মায়ে ঝগড়া করা বোকামী ছাড়া আর কিছু না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File