- শিক্ষা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ এপ্রিল, ২০১৬, ০৩:৩২:৫১ দুপুর
ছেলেপুলে হালুম বলে
খেলতে গিয়ে বাঘের খেলা
চোট লেগেছে হাতে পায়ে
ছুড়তে গিয়ে মাটির ডেলা।
রাগলো ভীষণ আসলো তেড়ে
বাপ চাচা ছেলের মা
তোমার ছেলে পাজি বজ্জাত
শাসন করতে পারো না?
কোমরে খিচে শাড়ির কাছা
জবাব ছুড়ে ও বাড়ি
নিজের ছেলে সামলে রাখো
আসে কেন এ বাড়ি।
চুলোচুলি হাতাহাতি
লাগল যখন দু'বাড়ি
ওদিক দেখো সেই ছেলেরাই
মগ্ন খেলায় ধুল ঝাড়ি।
বিষয়: বিবিধ
৮৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন