অভিমান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ এপ্রিল, ২০১৬, ০৬:৩২:১১ সন্ধ্যা
দু'চোখ যেদিকে যায় রোজ চলে যাওয়া
সূর্যটা হেলতেই ফিরে আসা আবার
অমিলটা রয়ে গেছে চাওয়া আর পাওয়া
কতো রাত রাগ করে আধপেটে খাবার।
সময় গড়িয়ে যায় স্বপ্নেরা হারায় রঙ
পড়ে থাকে অভিমান ধরে তাতে জং।
-
অনেক গড়িয়েছে পানি অভিমানির চোখে
বুকে জমাট ব্যথাগুলো যেন পাথুরে পাহাড়
প্রেহমহীন নিষ্প্রাণ জড় শরীর সুখে অসুখে
ফুলহীন বাগানে ভ্রমর খোঁজেফেরে আহার।
অনিদ্রা ক্ষয়ে গেছে অপেক্ষার দিন গুণে
অসময়ে ফাগুণ আসে কোকিলের ডাকে
আহা প্রেম বয়ে গেছে সেই ডাক শুনে
উমামার মা লেপমুড়ে একা শুয়ে থাকে।
বিষয়: বিবিধ
৯১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন