- আযান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ এপ্রিল, ২০১৬, ১২:৫৭:৫৮ দুপুর
আযান শুনি নিত্যদিনই
বুঝিনা তার মর্ম
আযান মানে বুঝি শুধু
সেজদা রুকু আর ধর্ম।।
ডাকছে সদা মনমহাজন
দিচ্ছি ধরা কয়জনার মন
ঠুকুরঠাকুর কপাল ঠুকে
করছি কালো কপাল চর্ম।।
পাজ্ঞাবী টুপি মসজিদে যাও
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান খেদাও
বেহেস্ত কেড়ে দোজখ দেখাও
এটাতো নয় মুমিন কর্ম।।
বিষয়: বিবিধ
৮৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন