=-=- কষ্ট -=-=-
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ এপ্রিল, ২০১৬, ১১:৩৬:৫৪ সকাল
কষ্ট দিয়ে যদি সুখ পাও
নিলাম তবে তা মেনে
কষ্টেই সুখ কষ্টেই দুখ
কষ্টে কাটুক জীবনে।।
কষ্ট আমার জীন সাথী
তারে যতনে রাখি
কষ্ট গেলে কষ্ট মেলে
যায়কি দেয়া আর ফাঁকি।।
কষ্টে আছি কষ্টে বাঁচি
কষ্টই আমার অলংকার
সেই কষ্ট দিতে পারলে
বাড়ে তোমার অহংকার।।
বিষয়: বিবিধ
৯১০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন