- টুকাটুকি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৬, ০৮:০৫:৩৫ রাত

ভেবেছিলাম কি আর হবে

টুকা দিলাম তায়

চমকে গেছি ভাই।

ইনবক্সে ফুলের তোড়া

কথা বলতে চায়

যদি সুজোগ পায়।


না চাইতেই প্রেম হাজির

যুগ ডিজিটাল হায়

বলুন কোথা যাই।

দু'দিন বাদেই চমকে উঠি

চলুন কোথাও যাই

ডিটিং করতে চায়।


আসলে সব ভেলকিবাজি

প্রেমের উছিলায়

ফাঁসিয়ে দিতে চায়।

ফেইসবুকে টুকাটুকি

ছেড়েই দিলাম তায়

টাটা বাইবাই।


বিষয়: বিবিধ

৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File