----- লাশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৬, ০১:১২:০৪ দুপুর
দু'টো লাশ নির্বাক চেয়ে আছে আকাশে
ফিসফিস কানাকানি ভেসে যায় বাতাসে।
ধরেছিল পুলিশে নিয়ে গেছে থানাতে
তারপর লাপাত্তা অলিগলি কানাতে।
লাশ দু'টোর অপরাধ হয়তোবা ঢের ছিল
রাষ্ট্রের খুটিটা ধরে খুব নাড়ছিল।
রাজনীতির মারপ্যাচ বোঝেনা জনগণ
চুপ থাকায় নিরাপদ নিয়মটার চল এখন।
লাশদু'টো পাশাপাশি শুয়ে আছে নিরবে
পাশ কেটে অধিকার চলে যাক কি হবে?
আমরাতো বেশ আছি রাজনীতি মুক্ত
ধরে নেবার রীতিটা হোক পাকাপোক্ত।
লাশ দু'টো হাসছে এসো এসো দেখে যাও
হাসিটার মানে কি জানো কেউ? বলে দাও।
উপহাস করছেনাতো দাতমুখ খিচে রেগে!
ভাল আছি বলি মুখে ভয়ে কাটে রাত জেগে।
প্রেক্ষাপট : পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ২৫ দিন পর ১৩ই এপ্রিল ২০১৬ বুধবার সকাল ৮টায় দু'টি গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের জোড়াদহ গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়: বিবিধ
৯৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন