ছাপ.....
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৬, ০৬:১৮:১০ সন্ধ্যা
আঙ্গুলের ছাপ রবে তারানা রবেনা
মিশনটা শেষ হলে কেউ কতা কবেনা।
সেই ছাপে হতে পারে আগামীর ভোটটা
হ্যাক যদি হয়ে যায় সেই ছাপের রুটটা!
ছাপতো দিতেই হবে যদি চায় সরকার
মোবাইলটাও চালু রাখা ভীষণই দরকার।
খচখচ করে মন হয়েআছে কাটখোট্টা
হ্যাক যদি হয়ে যায় সেই ছাপের রুটটা!
সেই ছাপে ছাপ দিয়ে ডিজিটাল পাসপোর্ট
ক্লোন করে যদি হয় একাউন্ট ব্যাংক লুট
নিরাপত্তার ব্যাপারটা যদি হয় ক্লিয়ার
ডিজিটালসসরকারতবেই মাইডিয়ার।
বিষয়: বিবিধ
৭৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেয়ালকে বিশ্বাস মুরগীতে করেকি?
সরকারে চাইলে না দিয়ে উপায়কি?
রইলাম এবার অপেক্ষায়
মন্তব্য করতে লগইন করুন