- টুম্পাদের আজাকাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ এপ্রিল, ২০১৬, ০৩:০২:১৮ দুপুর
টুম্পার ঘুমপায় যখন সে পড়াতে
খেলাতে মজলে পারেনা কেউ নড়াতে।
মুখভার টিচার পড়া যখন ধরছে
মেজাজটা বিগড়ে ছড়টাও পড়ছে।
টুম্পার লাগে ভালো খেতে খুব মিষ্টি
পাওয়ারী চশমায় দেখে দূর দৃষ্টি।
বড় হলে হবে সে ইয়া বড় ডাক্তার
কেটে পেট শেলাবে ঘরকুনো ব্যাংটার।
টুম্পার বান্ধবী রুম্পা নাম তার
ঝগড়া লেগে গেলে টানপড়ে কানটার
এই রোদ সকালে বিকালে মেঘ ঝরছে
দু'জনে হেসেখেলে দিন পার করছে।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন