- হা না

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ এপ্রিল, ২০১৬, ১১:২৮:৩১ সকাল



হা মানে না

না মানে হা

ইচ্ছে মতন বুঝে নিন

বোঝাতে পারছিনা।

হা মানে হা

না মানে না

এমনটাতো হতেই পারে

তেমন বলছিনা।


বলতে চাইছি হা

বুঝতে হবে না

না মানে তায় হা বলেছি

বুঝতে চাইছেননা।

না মানে হা

হা মানে না

আপনাকে আর কি বোঝাবো

নিজেই বুঝিনা।


প্রসঙ্গ : সিনহা - মাহবুবে আলম অডিওলিক

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365180
১০ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই জাতী নাটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে
365229
১০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৮
কুয়েত থেকে লিখেছেন : এই জাতির জন্য সবটাই উল্ঠা বলতে চাইছি হা বুঝতে হবে না ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File