- হা না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ এপ্রিল, ২০১৬, ১১:২৮:৩১ সকাল
হা মানে না
না মানে হা
ইচ্ছে মতন বুঝে নিন
বোঝাতে পারছিনা।
হা মানে হা
না মানে না
এমনটাতো হতেই পারে
তেমন বলছিনা।
বলতে চাইছি হা
বুঝতে হবে না
না মানে তায় হা বলেছি
বুঝতে চাইছেননা।
না মানে হা
হা মানে না
আপনাকে আর কি বোঝাবো
নিজেই বুঝিনা।
প্রসঙ্গ : সিনহা - মাহবুবে আলম অডিওলিক
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন