- ইস্যু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ এপ্রিল, ২০১৬, ০১:৫৫:৫১ দুপুর
গন্ডামারার লাশগুলো খেয়ে নিল সামাদে
জীবনটা দিয়ে সে ইস্যু হলো চাপা দে।
এভাবেই একে একে চাপা পড়ে যায় সব
ঘুম ভেঙ্গে জেগে রোজ ইস্যুরই উৎসব।
তনু বলি দিয়ে গেল রিজার্ভের লুটটা
ক্রিকেটের ডামাঢোলে ইউপির ভোটটা।
লাশের মিছিল গেছে তবু ইস্যুতো হলোনা
বাশঁখালীর বোকারা জমি লিখে দিলনা।
কয়লার বিদ্যুতে আলোকিত দেশটা
আঁধারটা গুছে দেবে সরকারের চেষ্টা
মিছে কেন গোলমাল পরিবেশ নষ্ট
উন্নয়নে বাঁধা পেলে এসআলম কষ্ট।
আজকের ইস্যু কেউ কাল মনে রাখেনা
নতুন ইস্যু পেলে আর পুরোনোটা থাকেনা।
ইস্যুপ্রিয় জাতীটার ইস্যুটাই মুখ্য
ইস্যু ছাড়া মন মরা বাড়ে মনোদুঃখ।
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদের পরেই আন্দোলভ হবে-
সামনে মাত্র ক'টা দিন বাকি!!
সুতরায় চলেন ঘুমাই
মন্তব্য করতে লগইন করুন