- সিলিং ফ্যান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৬, ০৭:৩২:৫১ সন্ধ্যা
বুলেটের আঘাতে কেঁদে দিল সুমনা
শরীরটা কচলে বলে প্রেম ছিলনা।
দেনা পাওনা যা ছিল হিসাবের খাতাতে
আসমানটা ভেঙ্গে পড়ে সুমনার মাথাতে।
মাথাটা ঘুরে তবু সিলিং ফ্যান ঘুরেনা
ওড়নাটা পেলে সে দূরে ঠেলে ছুড়েনা।
চিরকুটে শেষ লেখা ভালো থেকো দুনিয়া
সুমনার প্রস্থানে বুলেটের মুনিয়া।
কতো পাখী আসে যায় বুলেটের নিশানা
ঠিকঠিক খুঁজে নেয় শরীরের ঠিকানা।
কেউ যখন ধরেনা ছেড়ে দেয়া হাতটা
কেউ নেই কাছে তবু আছে সিলিং ফ্যানটা।
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন