- পা নামা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ এপ্রিল, ২০১৬, ০১:৩১:৪৫ দুপুর
পানামার দামামা শুরু হলো ভাইরে
ভাবছি কার নাম লিষ্টে নাইরে
সওদির বাদশা বলিউডের বচ্চন
বাদ নেই আমাদের সরকারী স্বজ্জন।
মিডিয়া তোলপাড় মুখোষের আড়ালে
বিড়ালের আনাগোনা হাড়িটা নাড়ালে
অর্থের পাহাড়টা গড়ে যারা গোপনে
কি এমন ফল দেবে ভুল গাছ রোপনে।
এইতো জীবনটা বড়জোর শতকে
চোখটা বুজলেই আলোহীন ফটকে
আধাঁরের কবরে পাহাড়ের কি দাম?
পানামার খবরে মিছে বদনাম।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অর্থের পাহাড়টা গড়ে যারা গোপনে
কি এমন ফল দেবে ভুল গাছ রোপনে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
এইতো জীবনটা বড়জোর শতকে
চোখটা বুজলেই আলোহীন ফটকে
আধাঁরের কবরে পাহাড়ের কি দাম?
পানামার খবরে মিছে কেন বদনাম।
কবিগুরু দারুন লিখেছেন, ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন