- আলোর আঁধার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৬, ০৮:২০:০৭ রাত
এমন আলো চাইনারে মা
যে আলো জমিন খায়
যে জমিনে মোটেমজুর
খেয়েপরে বাঁচতে চায়।
কেমন আলো দেখালি মা
বুলেট বিধে ঝাঝরা বুক
লাশের বলি দিয়েই বুঝি
কয়লা বিদ্যুৎ আনবে সুখ।
ঢের হয়েছে রাখনারে মা
উন্নয়নের সূচক থাক
একটা লাশ পড়লে আবার
লড়াই হবে শুনে রাখ।
জানিরে মা আমরা সবাই
তোরই সন্তান রাম রহিম
ভাবিসনে মা সেই ছেলেদের
হয় যদি কেউ শেখ জালিম।
আমরাও মা সব জানি
কোন রোগের কোন টিকা
পাগলা ঘোড়া খেপলেরে মা
পিষবে খুড়ায় চামচিকা।
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন