- লালে লাল কম ছিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৬, ০১:৫৬:২১ দুপুর
খোকার হাতে পতাকাটা
কেমন সুন্দর ওড়ছিল
সেই পতাকায় মা জননী
দেখে মন ভরছিল।
সেই পতাকায় সবুজ ঘেরা
মাঝে লাল রং ছিল
দস্যূ রটায় আঁধার রাতে
লালে লাল কম ছিল।
বাঁশখালীতে লাগল আগুণ
ক্রোধে দেশ পুড়ছিল
হাভাতিদের রক্তে আবার
সেই পতাকা রাঙ্গছিল।
কাঁদল আবার মা জননী
বুলেট খোকায় বিধছিল
খোকার রক্তে সবুজ ঘাসে
ঢেউয়ের মতো টলছিল।
কসম খোদার সেই পতাকা
ছিনিয়ে নেবে ভাবছিল
ভুল ভেবেছো দস্যূ-দানব
একাত্তরেও ভুল ছিল।
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন