- লালে লাল কম ছিল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৬, ০১:৫৬:২১ দুপুর



খোকার হাতে পতাকাটা

কেমন সুন্দর ওড়ছিল

সেই পতাকায় মা জননী

দেখে মন ভরছিল।

সেই পতাকায় সবুজ ঘেরা

মাঝে লাল রং ছিল

দস্যূ রটায় আঁধার রাতে

লালে লাল কম ছিল।


বাঁশখালীতে লাগল আগুণ

ক্রোধে দেশ পুড়ছিল

হাভাতিদের রক্তে আবার

সেই পতাকা রাঙ্গছিল।

কাঁদল আবার মা জননী

বুলেট খোকায় বিধছিল

খোকার রক্তে সবুজ ঘাসে

ঢেউয়ের মতো টলছিল।


কসম খোদার সেই পতাকা

ছিনিয়ে নেবে ভাবছিল

ভুল ভেবেছো দস্যূ-দানব

একাত্তরেও ভুল ছিল।

বিষয়: বিবিধ

৯৫৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364710
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বাধীনতা লজ্জা পাচ্ছে
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৩১
302589
বাকপ্রবাস লিখেছেন : একাত্তরে স্বাধীন হওয়া দেশটা নিজেই নিজেকে অপমান করছে প্রতিনিয়ত
364714
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:১৮
কুয়েত থেকে লিখেছেন : খোকার হাতে পতাকাটা কেমন সুন্দর ওড়ছিল সেই পতাকায় মা জননী দেখে মন ভরছিল। সেই পতাকায় সবুজ ঘেরা মাঝে লাল রং ছিল। ছিল আছে থাকবেও ভালো লাগলো ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৩২
302590
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে ধন্যবাদ
364717
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : পশুর মাঝেও নীতিবোধ আছে। জীবন বাঁচানোর জন্য় পশুকে শিকার করতে হয় কিন্তু একটা শিকার পেয়ে গেলে সে আর কারো উপর ঝাপিয়ে পরেনা। একবার দেখেছিলাম একটা বাঘ এক মা পশুকে শিকার করার পর যখন দেখল তার এক ছোট বাচ্চা আছে, তখন সে কিছুক্ষন বাচ্চাটার দিক তাকিয়ে অপরাধবোধে ভুগছিল এরপর বাচ্চাটাকে নিজের কাছে আগলে রাখছিল। রাতের বেলায় যেন অন্য় কোন পশু তাকে শিকার না করে তার জন্য পাহারা দিচ্ছিল কিন্তু এদেশের আইনের পোশাক পরা লোকগুলোর মাঝে সেই বোধটুকুও নেই। এরা জাস্ট ভাইস সিটি গেমের মত চরিত্র হাতে অস্ত্র তাই মানুষগুলোকে মারতে পারলেই এরা অনাবিল আনন্দ পায়। গ্রামের মানুষ মরতেই পারে তাতে কার কি এসে যায়? ওদের আবার ভিটা বাড়ি লাগবে কেন? শহরের মানুষের আরাম আয়েশের জন্য় বিদ্যুত লাগবে, লাগবে শপিং মল, বিনোদন স্পট। আল্লাহ জীবিত মানুষগুলোকে রক্ষা করো।
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫০
302591
বাকপ্রবাস লিখেছেন : অন্ধ সরকার, কাউকে ভয় করেনা, সম্মান করেনা, পরিণতিও নিশ্চয় ভালো হবেনা
364727
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রক্তে ভাসে বাঁশখালী, কত যে বুক হলো খালি..ধন্যবাদ।
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫১
302592
বাকপ্রবাস লিখেছেন : রুদ্ধ করতে চায় কন্ঠনালী
364729
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪১
নকীব কম্পিউটার লিখেছেন : স্বাধীনতা তোমাকে পেতে আর কত ভাসতে হবে রক্ত গঙ্গায়!
০৬ এপ্রিল ২০১৬ রাত ০২:৫১
302593
বাকপ্রবাস লিখেছেন : আর কতো চলব খান্ডব দাহণ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File