- সময়ের ব্যবহার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ এপ্রিল, ২০১৬, ০৬:৪৭:৩৪ সন্ধ্যা
লেখাপড়া কর যদি
পরীক্ষাতে পাশ
হেলায় খেলায় মজিলে
হবে সর্বনাশ।
পরীক্ষাটা কাছে এলে
দেখিবে আঁধার
ঘোলঘোল ঘোলাটে
গোলক ধাঁধার।
রাতজেগে ঢুলে ঢুলে
ছিড়িবে চুল
গুণগুণ গানে গানে
মশাদের হুল।
রুটিন করে তায়
কর যদি কাজ
সফলতা ধরা দেবে
হবে মহারাজ।
পড়ার সময় পড়া তায়
খেলার সময় খেলা
সময়ের ব্যবহারে
করোনাকো হেলা।
বিষয়: বিবিধ
৭৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন