- মধ্যবিত্ত (২)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ মার্চ, ২০১৬, ০১:৪৬:৩১ দুপুর
রান্নার পর গ্যাসের চুলায় কাপড় শুকায় যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
গেল গেল দেশটা গেল
আগাগোড়া শেষটা খেল
রাজনীতিকে ধোলায় দিয়ে ভোট দেয় যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
চ্যানেলগুলো যা'চ্ছে তায়
ওসবকি আর দেখা যায়?
ধ্যাত করে খেত বলেও সিরিয়াল দেখে যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
খেলাতে জয় হলে
সাবাস সাবাস বলে
কোনমতে হেরে গেলে কুৎসা রটায় যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
ঘুষ খাওয়া মহাপাপ
ঘুষ খায় কার বাপ
তাকেই ঘুষ দিয়ে সরকারী চাকরী বাগায় যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
দিনের শুরু চা দিয়ে
সা রে গা মা পা দিয়ে
গরীবের দুঃখ দেখে ধনী হবার স্বপ্নবিভোর যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
নিজের হলে সব ঠিক
পরের হলে দশদিক
এদিক সেদিক ছিদ্র খোঁজে দিনপার করে যারা
তারাইতো মধ্যবিত্ত নীতির বাটখারা।
সমাজটা টিকে আছে
রুই-কাতাল, পুটি মাছে
মধ্যবিত্ত ভাবে কেবল তার উপরই ফাঁড়া
আসলে হয়না কিছুই বিধির বিধান ছাড়া।
বিষয়: বিবিধ
৮৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন