- আগামীর গান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মার্চ, ২০১৬, ০৬:৩১:২৭ সন্ধ্যা



হাত রেখে হাতে কাঁধে কাঁধ রেখে

এসো করি গান

এই বাংলা আমার ধনী-গরিব, সাদা-কালোর

নাই ব্যবধান।

জানি ভঙ্গুর পথ নানাজনে নানা মত

তর্কের নাই শেষ

হোক ডানবাম গাই মিলনের গান

সাবাস বাংলাদেশ।


অনেক গড়েছে পানি কমেনি হানাহানি

লুটপাট বেড়েছে আরো

হোক শ্লোগান, চাই অবসান

দূর্বিত্তায়ন ছাড়ো।

যেতে হবে দূর সাতসমুদ্দুর

ক্ষুধা দারিদ্র যতো

দিতে হবে রুখে সাহস নিয়ে বুকে

একাত্তরের মতো।


এসো ধরি হাত রেখে কাঁধে কাঁধ

লালসবুজের গানে

আলোহাওয়া জলে শষ্য শ্যামলে

আলোড়িত হোক প্রাণে।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363705
২৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
কুয়েত থেকে লিখেছেন : হাত রেখে হাতে হাতে কাঁধে কাঁধে কাঁধ রেখে
এসো না করি গান ডাকাতরা নিয়ে গেল দেশের সব সম্পদ। ধন্যবাদ
২৬ মার্চ ২০১৬ রাত ০৮:০০
301509
বাকপ্রবাস লিখেছেন : সম্মিলিত প্রচেষ্টায় রোধ করতে হবে আর কিCrying
363796
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫২
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪৯
301621
বাকপ্রবাস লিখেছেন : ইনশোআল্লাহ থাকার চেষ্টা থাকবে
364006
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ!
২৯ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫১
301930
বাকপ্রবাস লিখেছেন : শ্রদ্ধা জানবেন বড় ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File