- আগামীর গান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মার্চ, ২০১৬, ০৬:৩১:২৭ সন্ধ্যা
হাত রেখে হাতে কাঁধে কাঁধ রেখে
এসো করি গান
এই বাংলা আমার ধনী-গরিব, সাদা-কালোর
নাই ব্যবধান।
জানি ভঙ্গুর পথ নানাজনে নানা মত
তর্কের নাই শেষ
হোক ডানবাম গাই মিলনের গান
সাবাস বাংলাদেশ।
অনেক গড়েছে পানি কমেনি হানাহানি
লুটপাট বেড়েছে আরো
হোক শ্লোগান, চাই অবসান
দূর্বিত্তায়ন ছাড়ো।
যেতে হবে দূর সাতসমুদ্দুর
ক্ষুধা দারিদ্র যতো
দিতে হবে রুখে সাহস নিয়ে বুকে
একাত্তরের মতো।
এসো ধরি হাত রেখে কাঁধে কাঁধ
লালসবুজের গানে
আলোহাওয়া জলে শষ্য শ্যামলে
আলোড়িত হোক প্রাণে।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসো না করি গান ডাকাতরা নিয়ে গেল দেশের সব সম্পদ। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন