- গার্লস হোষ্টেল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ মার্চ, ২০১৬, ১২:৫১:০৬ দুপুর

সাদিয়া চা দিয়া, নাদিয়া না দিয়া

খায় রোজ বিস্কিট

দেখে দেখে ফারিয়া, সাথে থাকে মারিয়া

করে তায় খিটখিট।

.

সিফাত সুলতানা, স্বভাব চুল টানা

টান দিয়ে হাওয়া

রিফাত আফসানা এবং ফারজানা

করে পিছু ধাওয়া।

.

রুখসানা তাবাসসুম, চান্স পেলে দেয় ঘুম

ক্লাশের ফাঁকে

এই এই ওঠনা, ডেকে চলে তামান্না

টিচার ডাকে।

.

এভাবেই টকঝাল, কাটছে দিনকাল

গার্লস হোষ্টেল

বছরটা শেষ হলে, ছুটির ঘন্টা দিলে

ফাঁকা যেন জেল।

.

আবার বছর শুরু, আসতে চায়না মিরু

স্বজনদের ছেড়ে

তবুও আসতে হয়, জলে ভাসতে হয়

আবেগটা ঝেড়ে।

বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363017
২০ মার্চ ২০১৬ দুপুর ০২:১৭
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ মার্চ ২০১৬ রাত ০৯:২৩
300948
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে খুব করে ধন্যবাদ
363056
২০ মার্চ ২০১৬ রাত ০৮:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দারুণ লিখেছেন কবি সাহেব! ধন্যবাদ।
২০ মার্চ ২০১৬ রাত ০৯:২৪
300949
বাকপ্রবাস লিখেছেন : বড় ভাই ধন্যবাদ জানবেন খুব করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File