- সাদিয়ার জন্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ মার্চ, ২০১৬, ১১:৫১:৫৮ সকাল
সাদিয়ার জন্য একটা ছড়া
লিখতে গিয়ে হয়না পড়া
ভাবতে ভাবতে ঘুমের ঘোরে
খাচ্ছি কতো মাকাল বড়া।
সাদিয়ার জন্য মাথার চুল
টানছি ছিড়ছি খাচ্ছি ঘোল
তবুও সে দেয়না ধরা
হাতে নিয়ে ঘুরছি ফুল।
সাদিয়ার জন্য একটা ফুল
সাদিয়ার জন্য হাজার ভুল
তবুও সে মন দিলনা
সবার কাছে হচ্ছি লুল।
বিষয়: বিবিধ
৭০৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন