- খেতে থাকুন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ মার্চ, ২০১৬, ০৩:৫৩:১৮ দুপুর
খাচ্ছে সবাই যে যার মতো
খাচ্ছে সবাই এইতো
খাচ্ছে চুপে, খাচ্ছে ডুবে
দাড়ি কমা নেইতো।
তিতাস গ্যাসের ১৩৮
রিজার্ভ ব্যাংকের ৮০০
কোটি টাকা হচ্ছে ফাঁকা
আলাদিনের বাকসো।
শেয়ার বাজার হলমার্ক
কেলেংকারীরর খেলা
যেতে যেতে খেতে খেতে
কেটে যাচ্ছে বেলা।
আমরা থাকি আধপেটে
দিচ্ছি তবু টেক্সটা
খাচ্ছে উজির খাচ্ছে নাজির
একটা খেয়ে নেক্সটা।
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষীদে আরও বাড়ছে,
সামনে পিছে পাচ্ছে যাহা
সাবাড় করে ছাড়ছে৷
চেতনার এ ফর্মূলা ভাই
মুখটি কর বন্ধ,
পানিতে বাস করে কর
কূমীরের সাথে দ্বন্দ!
মন্তব্য করতে লগইন করুন