- চক্র

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ মার্চ, ২০১৬, ১২:৩২:০৭ দুপুর

বাঘেদেরও মন্দ সময় আসে

দৌঁড়ে পালায় হরিণ শাবক দল

বানরগুলো ডালে বসে হাসে

বাড়লে বয়েস হারায় মনোবল।

বৃদ্ধ হলে কেউ শুনেনা কথা

তখন কেবল স্মৃতির পূণপাঠ

সঙ্গী মেলে নিথর নিরবতা

ভুল হিসেবের ক্রমবাড়ে বিভ্রাট।


পাপগুলো সব ঘুরেফিরেই আসে

একদিন সে বেসেছিলো ভালো

শিশির বিন্দু ছড়ায় আলো ঘাসে

সূর্যালোকে পূণ্য হারালো।

শীতের শেষে ঝরে গাছের পাতা

বসন্ত আসে নতুন বার্তা নিয়ে

আসা যাওয়ার ঋতুচক্রের খাতা

লিখে মুছে সময় যায় গড়িয়ে।


বিষয়: বিবিধ

৯১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362516
১৫ মার্চ ২০১৬ দুপুর ০২:০৯
কুয়েত থেকে লিখেছেন : শীতের শেষে ঝরে গাছের পাতা বসন্ত আসে নতুন বার্তা নিয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৫ মার্চ ২০১৬ দুপুর ০২:১২
300445
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকেও ধন্যবাদ
362551
১৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

শীতের শেষে ঝরে গাছের পাতা

বসন্ত আসে নতুন বার্তা নিয়ে

আসা যাওয়ার ঋতুচক্রের খাতা

লিখে মুছে সময় যায় গড়িয়ে।

ছন্দে চিরন্তন সত্যিই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মাশাআল্লাহ।
362560
১৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঐ রাখালটা কুরআন তেলাওয়াত বন্ধ করে রবীন্দ্রগীত চালু করেছে-
শাস্তি তো পেতেই হবে

কিচু অপরাধের সাজা আল্লাহতায়ালা দুনিয়াবাসীকে দেখান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File