এ আর তেমন কি!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মার্চ, ২০১৬, ০৭:০২:৫৩ সন্ধ্যা

রিজার্ভ ব্যাংকে অনেক টাকা

একটু গেলে নাই ক্ষতি

তোমরা মিছে হন্য হয়ে

বন্য ক্ষোভে দাও যতি।

শেয়ার বাজার ঋণ খেলাপি

এসব ছিলো লোকাল বাস

দেখবে কেমন সামলে নেব

এবারও ঠিক হবো পাশ।


বারাকাতের গবেষণায়

আসবে ওঠে রাজাকার

তারাইতো হ্যাক করেছে

নাহয় কে, করবে আর!

শাহাবাগে জমবে মেলা

হ্যাকরাজাকার ফাঁসী চাই

গোটা চারেক খাসী এনে

নাদুষ নুদুষ ধর এটাই।


তবুও যারা রিজার্ভ ব্যাংকের

দেখবে সেই ফুটোটা

বুঝবে মজা ধরে এনে

মারবো যখন পুটু টা।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362263
১২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
চেতনাবিলাস লিখেছেন : হাহাহাহাহা চমৎকার! !!!!দারুণ ছড়া! !
১৩ মার্চ ২০১৬ রাত ০৩:৫০
300209
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে খুুব করে ধন্যবাদ চেতনাবিলাস
362271
১২ মার্চ ২০১৬ রাত ০৮:২৩
শেখের পোলা লিখেছেন : গৌরী সেনের অনেক টাকা,
না হয় কিছু নিয়েছি,
দেশটাকেতো স্বাধীন করে,
তোদের হাতেই দিয়েছি৷
আহা উহু করবি যদি,
আঙ্গুল খানা বাঁকাবো,
সেই আঙ্গুলে ঘি এনে তাই,
তোদের চোখে ঠেকাবো৷
১৩ মার্চ ২০১৬ রাত ০৩:৫০
300210
বাকপ্রবাস লিখেছেন : এমন সুন্দর ছড়া মন্তব্যে আমার ছড়াটাই লজ্বা পেয়ে গেল
362282
১২ মার্চ ২০১৬ রাত ১০:০০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১৩ মার্চ ২০১৬ রাত ০৩:৫১
300211
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে খুব করে ধন্যবাদ দুষ্টু পোলা
362361
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
300284
বাকপ্রবাস লিখেছেন : দইন্যবাদ লইবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File