- গর্ব (অণুগল্প)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মার্চ, ২০১৬, ০৩:৪৫:৫৪ দুপুর

টিভি, পত্রিকা, ফেইসবুক সবখানে এখন একটাই খবর রিজার্ভের টাকা পাচার। বিষয়টা এখন রিহাবেরও মাথা ব্যাথার কারণ হয়ে উঠল।

আচ্ছা বাবা, সেদিন নিউজে পড়েছিলাম, ইসলামি ব্যাংকের কোন এক এটিএম বুথে ডাকাতি হচ্ছিল খুব ভোর বেলায়। তারা প্রথমে সিসি ক্যামরাটা অকেজো করে দিয়েছিল, কিন্তু অন্য একটা গোপন সিসি ক্যামরা ছিল সেটা তাদের জানা ছিলনা। আর ইমার্জেন্সি এলার্ম বেজে উঠেছিলো ব্রাঞ্চ ম্যানেজার এর মোবাইলে। তিনি ঘুম ভেঙ্গে দৌঁড়ে এসে চিৎকার শুরু করে দিয়েছিলেন ডাকাত ডাকাত বলে। ডাকাত দল ভয়ে দৌঁড়ে পালিয়ে গেল। আর বাংলাদেশ ব্যাংক এর মতো এতো বড় একটা ব্যাংক তার সিকিউরিটি সিসট্যামতো আরো কঠোর হবার কথা। সেখানে কি করে এতো বড়ো ডাকাতি হল বাবা?

ছেলের প্রশ্ন শুনে বাবা অবাক হলেননা। জবাবটা দিয়েছিলেন পাল্টা প্রশ্ন করে। " আচ্ছা ধর, ব্র্যাঞ্চ ম্যানেজার নিজেই ডাকাতির সাথে জড়িত, তাহলে কি তার মোবাইলে এলার্মটা হতো?"

রিহাবের কাছে ব্যাপারটা এবার একটু খোলসা হতে শুরু করেছে, " তাহলে কি ধরে নেব শর্ষে ক্ষেতেই ভূত!"

বাবা ছেলের কথোপকথন এর মাঝেই কলিং ব্যালটা বেজে উঠল। দরজ খুলতেই সাদা পোষাকধারী কিছু লোক। আইডি কার্ড দেখিয়ে বলল, তারা বিশেষ বাহিনীর লোক, বাবা ছেলেকে যেতে হবে থানায়।

বাবা বলল চলুন। রিহাব অবাক হল, " আমাদের অপরাধ?"

আপনাদের অপরাধ হল, আপনারা রাষ্ট্রীয় গোপন বিষয় নিয়ে আলাপ করছিলেন, আমাদের কাছে বিশেষ একটা যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা শুনতে পাচ্ছিলাম। থানায় চলুন বাকী আলাপটা সেখানেই করা যাবে।

রিহাব এর গর্ববোধ হল। দেশের এমন টেকন্যলজির ব্যাবহার হয়, গর্ব হওয়ারই কথা। বাবা এবং ছেলের গর্বে পরানটা ভরে গেল। তারা এগুতে থাকলেন থানার দিকে....

বিষয়: বিবিধ

৮৯৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362248
১২ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৪
কুয়েত থেকে লিখেছেন : ভাই ওটাতো ইসলামী ব্যাংক আর এইটাতো ডাকাতদের সহযোগী কর্মকর্তাদের ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক। হ্যাঙক যারা হরাচ্চেন তারা আর কেউ নয় ওরাই তারা সেই ডাকাত চাটারদল। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৩ মার্চ ২০১৬ রাত ০৩:৫২
300212
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে খুুব করে ধন্যবাদ রইল কিন্তু
362249
১২ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৭
১৩ মার্চ ২০১৬ রাত ০৩:৫২
300213
বাকপ্রবাস লিখেছেন : মুসলমান যখন সংখ্যালঘু
ধানতো খাবেই ঘুঘু
362306
১৩ মার্চ ২০১৬ দুপুর ১২:২৬
হতভাগা লিখেছেন : ৬০,০০০ কোটি টাকা , ৪০০০ কোটি টাকা , ৭৫০০ কোটি টাকা ..........

ব্যাপারস্‌ না - ম্যান !

যারা এসবে জড়িত তাদের নাম প্রকাশ করলে সমস্যা হবে যে !
১৩ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৪
300234
বাকপ্রবাস লিখেছেন : বিডিআর বিদ্রোহ হাওয়া হয়ে গেছে, এটাতো ব্যাপারনা
১৩ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৫
300235
হতভাগা লিখেছেন : একটার পর একটা ইস্যু দিয়ে অস্থির করে রাখা হবে
১৩ মার্চ ২০১৬ দুপুর ১২:৫০
300238
বাকপ্রবাস লিখেছেন : কথা হইল মালের উপর যাক, জানের উপর না গেলে হইল
362311
১৩ মার্চ ২০১৬ দুপুর ০১:৩২
১৩ মার্চ ২০১৬ দুপুর ০২:০২
300240
বাকপ্রবাস লিখেছেন : জীবনে আর আছে কি, হ্যাক শিখেন, ডলারে ডলারে ভরে যাবে জীবনটা
362313
১৩ মার্চ ২০১৬ দুপুর ০২:১২
১৩ মার্চ ২০১৬ দুপুর ০২:১৫
300241
বাকপ্রবাস লিখেছেন : রিজার্ভ ফুটো হয়ে যাচ্ছে কি মজা কি মজা!Applause Applause
362329
১৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। এইখানে সরকারি সিকিউরিটি আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহুমনে রাখতে হবে এটা বেসরকারি নয়।
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৬
300261
বাকপ্রবাস লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম, হুম সিকিউরিটির কাম হলো গুম করাTongue
১৪ মার্চ ২০১৬ সকাল ০৮:১৫
300320
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File