- মগের মুল্লুক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ মার্চ, ২০১৬, ০৩:১৮:৫৯ দুপুর
মগের মুল্লুক দেশটা যে আজ
হরিলুটের রংশালা
দেশের জমা সব খেয়েছে
রিজার্ভ ব্যাংক ধর শালা।
কইলে কথা টুটি টিপে
বলবি চুপ থাক শালা
লুটের মাল মিষ্টি ঝাল
খাবো শিকড় ডাল পালা।
আয়রে দামাল জামাল কামাল
আয় সমন্ধি আয় শালা
দশের খাবো দেশের খাবো
কইবে কথা কোন শালা।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথাটা কি মঘের মুল্লুক নাকি মগের মুল্লুক হবে? আমি তো কনফিউজড হয়ে গেলাম পড়ে! সব ভুলে যাচ্ছি!
মন্তব্য করতে লগইন করুন