- কারবারি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মার্চ, ২০১৬, ০৮:৪২:৪২ রাত
হাতে আমার অনেক কাজ
কোনটা করি আগে
একটু আগে হিসি দিলাম
খালামুনির ভাগে।
বলল মামা আয়রে সোনা
আমার কোলে আয়
কার কপালে কোনটা আছে
কেউকি জানতে পায়!!!
যা হবার তাই হয়েছে
বাকী কাজ সারা
থমকে মামা তাকিয়ে আছে
নাই শব্দ সাড়া।
অনেক কাজ হলো এবার
পাচ্ছে ভীষণ ঘুম
মা বলেছে খুব হয়েছে
কপালে দেয় চুম।
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাচ্ছে খুব হাসি
আমি কিন্তু সাম্যবাদী
করতে সর্বনাশি
থমকে চেয়ে আছে
একটু কোলে উঠবো বলে
উঠে গেছে গাছে
মামার কাজ মামা৷
মায়ের কাজ বদলে দেওয়া
ভিজা প্যান জামা৷
ওরে আমায় থামা
মন্তব্য করতে লগইন করুন