- কারবারি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মার্চ, ২০১৬, ০৮:৪২:৪২ রাত



হাতে আমার অনেক কাজ

কোনটা করি আগে

একটু আগে হিসি দিলাম

খালামুনির ভাগে।

বলল মামা আয়রে সোনা

আমার কোলে আয়

কার কপালে কোনটা আছে

কেউকি জানতে পায়!!!


যা হবার তাই হয়েছে

বাকী কাজ সারা

থমকে মামা তাকিয়ে আছে

নাই শব্দ সাড়া।

অনেক কাজ হলো এবার

পাচ্ছে ভীষণ ঘুম

মা বলেছে খুব হয়েছে

কপালে দেয় চুম।

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361851
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:২৩
আফরা লিখেছেন : উমায়রা ঠিক কাজটাই করেছে । Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Good Luck Good Luck Rose Rose


০৮ মার্চ ২০১৬ রাত ০৯:৩২
299868
বাকপ্রবাস লিখেছেন : ওদিকে মামা যে থ মেরে বসে আছেTongue Tongue Tongue
361857
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:৪৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : দারুণ দারুন্স।
০৮ মার্চ ২০১৬ রাত ০৯:৫৫
299876
বাকপ্রবাস লিখেছেন : Tongue Winking Rolling on the Floor Happy *-Happy =Happy
361876
০৮ মার্চ ২০১৬ রাত ১১:৪৪
দ্য স্লেভ লিখেছেন : পুলাপাইনরা এইকাজটা বেশ করে...মনে হয় তারা সর্বনাশ করে আনন্দ পায়..Happy
০৯ মার্চ ২০১৬ রাত ০১:১৯
299894
বাকপ্রবাস লিখেছেন : মামার অবস্থা দেখে বুঝি
পাচ্ছে খুব হাসি
আমি কিন্তু সাম্যবাদী
করতে সর্বনাশি
361883
০৯ মার্চ ২০১৬ রাত ১২:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব সুন্দর কবিতা,, পড়ে ভালো লাগলো পড়ে। কত কবি এলো গেলো বাট বাকপ্রবাস রয়ে গেলো।
০৯ মার্চ ২০১৬ রাত ০১:২২
299895
বাকপ্রবাস লিখেছেন : ঐ দেখনা মামা কেমন
থমকে চেয়ে আছে
একটু কোলে উঠবো বলে
উঠে গেছে গাছে
361888
০৯ মার্চ ২০১৬ রাত ০২:৪৪
সাদিয়া মুকিম লিখেছেন : মেয়েটার ব্যক্তিগত কর্ম এভাবে সবার সামনে ......... Time Out Time Out Time Out Time Out
০৯ মার্চ ২০১৬ রাত ০৩:০৬
299899
বাকপ্রবাস লিখেছেন : করলে দোষ নাই বললেই দোষCrying Crying Crying Crying
361912
০৯ মার্চ ২০১৬ সকাল ০৬:০৮
শেখের পোলা লিখেছেন : উমায়রার কাজ উমায়রা করেছে,
মামার কাজ মামা৷
মায়ের কাজ বদলে দেওয়া
ভিজা প্যান জামা৷
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:৪৩
299919
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor হাসতে হাসতে ভিজ্যা গেল
ওরে আমায় থামা Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File