- কবিতাটা তোর জন্য

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৬, ০৩:০৪:০৯ দুপুর



কি করে থাকি আমি কি করে থাকি

মোবাইলে, মনিটরে তোর ছবি রাখি।

দেখি তোর চোখ মুখ বার বার দেখি

তোকে নিয়ে স্বপ্ন হাজার জাল বুনে রাখি।

সবাই বলে দেখতে তুই বাবারই মতো

তা নিয়ে তোর আম্মুটার অভিযোগ কতো।

কষ্ট করে ধারণ করে বাবার আঁখি নিয়ে

ঠিকই একদিন চলেই যাবি হলে তোর বিয়ে।


কতো করে চাইলাম তবু ছুটি দিলোনা

যাবো যাবো করে আর যাওয়া হলোনা।

তোকে ছাড়া প্রবাস জীবন ভীষণ একাকি

কি করে থাকি আমি কি করে থাকি।

হাত পা ছুড়ে তোর নাকি সাইকেল চলে রোজ

পাড়ার যতো ছেলেমেয়ে নিত্য নেয় খোঁজ।

কোলে তোলে রাখলে আবার কান্না দিস জুড়ে

জেদ করে কঠিন হয়ে হাত রাখিস মুড়ে।


দেখতে খুব মন চাইছে ধরতে কোমল হাত

চোখ বোজলেই তোকে দেখি দিনের শেষে রাত।

তোর ছবিটাই বুকে নিয়ে ঘুম জেগে থাকি

কি করে থাকি আমি কি করে থাকি।

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361621
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আহারে আহারে আহারে কি মিষ্টি বাবু। মেয়ে যদি এতো সুন্দর হয় তার বাবা না জানি কত্তো সুন্দর।

আহ,ভাবতেই কেমন লাগে আমারও একটা এমন মিষ্টি বাবু হবে!
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
299668
বাকপ্রবাস লিখেছেন : বাবার ছবি খিলায়া দিলাম Rolling on the Floor
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
299669
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাব্বাহ! রীতিমত নায়েক!

এখন একটা কাজ করেন, আমার ব্লগটায় একটু ঘুরে আসেন, আজকেই একটা লিখা পোস্ট করেছি, যেখানে আপনার ছবি রিলেটেড কিছু কথা আছে। আর হ্যাঁ, লেখাটা কিন্তু ঠাণ্ডা মেজাজে পড়তে হবে
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
299670
বাকপ্রবাস লিখেছেন : কমেন্ট করে এসেই এটা দেখলাম। আমি আসলে নিক ছবি নিজেরটা এই প্রথম ব্যবহার করলাম খেলা উপলক্ষ্যে, সবসময় আমার মেয়েদের ছবিটাই থাকে, উমামা যতোদিন একা ছিল তারটা ছিল, উমায়রা আসার পর দুজন ছিলো, এই প্রথম নিজেরটা দিলাম আবার চেন্জ করে দেব। ফ্যামিলি পিকচার দেয়া হয়না সঙ্গত কারনেই। আপনার লিখাটা পড়েছি, অনেক কিন্তু আছে তা আলোচনা করলামন, শুধু এটুকুন বলব, স্থান কাল পাত্র ভেদে যুক্তিরও তফাত হয়। ধন্যবাদ রইল ভাইযান।
361639
০৬ মার্চ ২০১৬ রাত ০৮:৫৪
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷
প্রবাসী হয়েছি মোরা বাঁচিবার তরে,
যাদের তরেতে প্রবাস তারা থাকে ঘরে৷
বিলিয়ে চলেছি সদা মোর যত সুখ,হাঁসি,
কান্না লুকিয়ে রেখে বলি,'তোরে ভালবাসি৷
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:১০
299773
বাকপ্রবাস লিখেছেন : সেই হাসিটাই থাকুক চিরকাল
361648
০৬ মার্চ ২০১৬ রাত ১১:১৫
আফরা লিখেছেন : ভাবীর তো কষ্ট পাওয়ার কথাই আপনার দুই মেয়েই আপনার চেহারা পে্যেছে ভাইয়া ।

উমায়রাকে আপনি এখনো ছুয়ে দেখেননি খুবই কষ্টের কথা ----- Good Luck Good Luck Good Luck
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:১০
299774
বাকপ্রবাস লিখেছেন : TongueহুমTongue
361651
০৬ মার্চ ২০১৬ রাত ১১:৪৫
দ্য স্লেভ লিখেছেন : দারুন অনুবুতি ব্যক্ত করেছেন। জাজাকাল্লাহ...
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:১১
299775
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে ধন্যবাদ
361660
০৭ মার্চ ২০১৬ রাত ০১:২১
সন্ধাতারা লিখেছেন : Salam. Very touchy writing my brother. Jajakallahu khair.
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:১১
299776
বাকপ্রবাস লিখেছেন : (ওয়াইলাইকুম আসসালা)এবং আপনাকে খুব করে ধন্যবাদ
361691
০৭ মার্চ ২০১৬ সকাল ১১:৪২
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:১১
299777
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying
361729
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মনের মাঝে দাগ কাটা অনুভুতি, ধন্যবাদ আপনাকে
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:১২
299778
বাকপ্রবাস লিখেছেন : হ, দাগ কাইটা ফালা ফালা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File