- কবিতাটা তোর জন্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৬, ০৩:০৪:০৯ দুপুর
কি করে থাকি আমি কি করে থাকি
মোবাইলে, মনিটরে তোর ছবি রাখি।
দেখি তোর চোখ মুখ বার বার দেখি
তোকে নিয়ে স্বপ্ন হাজার জাল বুনে রাখি।
সবাই বলে দেখতে তুই বাবারই মতো
তা নিয়ে তোর আম্মুটার অভিযোগ কতো।
কষ্ট করে ধারণ করে বাবার আঁখি নিয়ে
ঠিকই একদিন চলেই যাবি হলে তোর বিয়ে।
কতো করে চাইলাম তবু ছুটি দিলোনা
যাবো যাবো করে আর যাওয়া হলোনা।
তোকে ছাড়া প্রবাস জীবন ভীষণ একাকি
কি করে থাকি আমি কি করে থাকি।
হাত পা ছুড়ে তোর নাকি সাইকেল চলে রোজ
পাড়ার যতো ছেলেমেয়ে নিত্য নেয় খোঁজ।
কোলে তোলে রাখলে আবার কান্না দিস জুড়ে
জেদ করে কঠিন হয়ে হাত রাখিস মুড়ে।
দেখতে খুব মন চাইছে ধরতে কোমল হাত
চোখ বোজলেই তোকে দেখি দিনের শেষে রাত।
তোর ছবিটাই বুকে নিয়ে ঘুম জেগে থাকি
কি করে থাকি আমি কি করে থাকি।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহ,ভাবতেই কেমন লাগে আমারও একটা এমন মিষ্টি বাবু হবে!
এখন একটা কাজ করেন, আমার ব্লগটায় একটু ঘুরে আসেন, আজকেই একটা লিখা পোস্ট করেছি, যেখানে আপনার ছবি রিলেটেড কিছু কথা আছে। আর হ্যাঁ, লেখাটা কিন্তু ঠাণ্ডা মেজাজে পড়তে হবে
প্রবাসী হয়েছি মোরা বাঁচিবার তরে,
যাদের তরেতে প্রবাস তারা থাকে ঘরে৷
বিলিয়ে চলেছি সদা মোর যত সুখ,হাঁসি,
কান্না লুকিয়ে রেখে বলি,'তোরে ভালবাসি৷
উমায়রাকে আপনি এখনো ছুয়ে দেখেননি খুবই কষ্টের কথা -----
মন্তব্য করতে লগইন করুন