- টুম্পার ভাবনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মার্চ, ২০১৬, ০৯:৪১:৩৫ রাত
বটবৃক্ষের ফল হয়না
ফুলে নেই ঘ্রাণ
তবুও তার ছায়ায় বসে
কৃষক জুড়ায় প্রাণ।
বটবৃক্ষের ডালে ডালে
কতো পাখীর ঘর
বুকে টেনে আগলে রাখে
নয়তো কেহ পর।
বটবৃক্ষের পাতায় পাতায়
দোল দিয়ে যায় হাওয়া
জীবন মানে বিলিয়ে দেবার
নাইতো কিছু চাওয়া।
বট বৃক্ষ হবে তায়
টুম্পামনি ভাবে
বট বৃক্ষের শিক্ষা নিলে
মানুষ হওয়া যাবে।
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন