- গাধা দর্শন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৬, ০১:২৬:০৩ দুপুর
গরু নিয়ে ইদানিং
দড়ি টানাটানি
কেউ বলছে ঠিক আছে
কারো মানহানি।
পাঠা বলে বছর বছর
যতো বলি দাও
সেটা নিয়ে মাথা ব্যাথা
দেখিনা কোথাও।
গাধা বলে রে বোকা
থাকনারে চুপ
গাধা হলেই রক্ষে তবে
হবিনা আর স্যুপ।
মাংস নিয়ে হানাহানি
চিরকালই রবে
গাধার মাংস খায়না কেউ
গাঁধা হও তবে।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই গাধার চেয়ে গরু হওয়াই বেটার
মন্তব্য করতে লগইন করুন